পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের একটি বাঁশঝাড় থেকে আলমগীর হোসেন নামের এক ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে ইউনিয়নের পাহাড়ের হাট সীমান্ত এলাকার বাইপাস সড়ক সংলগ্ন ওই বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলমগীর ওই ইউনিয়নের পতিপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পরিদর্শক জানান, সকাল ১০টার দিকে পথচারীরা বাঁশঝাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দাদের জানালে তারা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পঞ্চগড় ক্যাম্পে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আলমগীরের মা আলো বেগম জানান, আলমগীর স্থানীয় এক ব্যবসায়ীর মালামাল ভ্যানে করে বিভিন্ন দোকানে পৌঁছে দিতেন। প্রতিদিনের মতো শনিবার বিকেলেও তিনি বাড়ি থেকে বের হন। রাত ৯টার দিকে মোবাইলে তার মায়ের সঙ্গে কথা হয় আলমগীরের। কিন্তু রাত শেষে ভোর হলেও বাড়ি ফেরেননি তিনি।
সাতমেড়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানান, আলমগীর বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়েছিল। তবে তার মরদেহের আশপাশে ভ্যানটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হত্যার পর ভ্যানটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।