কষ্টিপাথরের মূর্তিটি হিন্দুদের দেবতা বিষ্ণুর বরাহ অবতারের বলে জানা গেছে। মূর্তিটি জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দিয়েছেন স্থানীয় লোকজন।
দিনাজপুরের বোচাগঞ্জে পুকুর খনন করতে গিয়ে প্রায় ১৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
উপজেলার আটগাঁও ইউনিয়নের বলিহারা গ্রামের ওই পুকুরে রোববার সকালে মূর্তিটি পাওয়া যায়।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পাল নিউজবাংলাকে জানান, বালিহারা গ্রামের নুরুন্নবী চৌধুরী জামান নামের এক ব্যক্তির ওই পুকুরে খনন চলছিল। তখন শ্রমিকরা সেখানে কষ্টিপাথরের মূর্তিটি পান।
তিনি আরও জানান, মূর্তিটির ওজন প্রায় ১৫ কেজি। এটি হিন্দুদের দেবতা বিষ্ণুর বরাহ অবতারের বলে জানা গেছে। মূর্তিটি জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে।