বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুন্সিগঞ্জে পুলিশ-হেফাজত সংঘর্ষ, ওসিসহ আহত ১০

  •    
  • ২৮ মার্চ, ২০২১ ১৫:৩০

বড় শিকারপুর ও শুলপুর এলাকায় হেফাজত নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোঁড়ে। বেশ কয়েকটি দোকানপাট ও অটোরিকশা ভাংচুর করা হয়। আগুন দেয়া হয় তিনটি মোটরসাইকেলে। 

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় হেফাজত নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

উপজেলার বড় শিকারপুর ও শুলপুর এলাকায় রোববার বেলা ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ও নিমতলি এলাকায় অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করে হেফাজতের নেতা-কর্মীরা। পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

এরপর বড় শিকারপুর ও শুলপুর এলাকায় হেফাজত নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোঁড়ে।

এ সময় বেশ কয়েকটি দোকানপাট ও অটোরিকশা ভাংচুর করা হয়। আগুন দেয়া হয় তিনটি মোটরসাইকেলে।

সংঘর্ষে আহত তিন পুলিশ সদস্য হলেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালাল উদ্দিন ও উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী।

এ ছাড়া আহত হয়েছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জের সিরাজদিখান মধুপুর মাদরাসার প্রিন্সিপাল পীর আল্লামা আব্দুল হামিদ ও হাফেজ মাওলানা বশির আহম্মেদসহ কয়েকজন।

কয়েকজন হরতাল সমর্থক হেফাজতের কর্মীরা জানান, পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়।

আহতদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কয়েকটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, ‘সিরাজদিখান থানার ওসির মাথা ফেটে গেছে। আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। বিস্তারিত আরও পরে বলা যাবে।’

এ বিভাগের আরো খবর