নেত্রকোণা শহরে হরতাল পালনে সড়কে দেখা গেছে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের তৎপরতা।
শহরের বারহাট্টা রোডের ট্রাকস্ট্যান্ড মোড়, রাজুর বাজার মোড়, আনন্দবাজার মোড় ও পারলা এলাকার বিভিন্ন সড়কে তারা যান চলাচলে বাধা দিয়েছে। বন্ধ আছে শহরের বেশির ভাগ দোকানপাট।
এর মধ্যে রাজুর বাজার এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজনকে পিকেটিং করতে দেখা গেছে। সড়কে তারা টায়ারও জ্বালিয়েছে। পরে পুলিশ গিয়ে আগুন নেভায়।
পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ সড়কেও বাস চলাচল বন্ধ। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ঢাকা যাওয়ার জন্য কলমাকান্দা থেকে স্ত্রী-সন্তান নিয়ে বাসস্ট্যান্ডে আসেন আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘ঢাকা যাওয়া জরুরি ছিল। কিন্তু যেতে পারলাম না। বাড়ি ফিরে যাচ্ছি।’
সড়কে টায়ার জ্বালায় হরতালপন্থিরা, সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে উৎসুকরা। ছবি: নিউজবাংলা
মদন থেকে আসা গৃহবধূ সেলিনা আক্তার বলেন, ‘আমি গাজীর যাইতে চাইছিলাম। আমার আত্মীয়ের বিয়ে। কইনতো দেহি কী বিপদডার মধ্যে পড়ছি। পোলাপান (সন্তান) লইয়া পথ দিছিলাম অহন আইয়া দেহি বাস চলে না। হেরার ক্ষমতার লাইগ্যা আমরারে বিপদে ফালায়। এইতা হরতাল আমরার লোকসান ছাড়া কিচু না।’
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শহরের পরিবেশ শান্তিপূর্ণ আছে। সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে।