হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতালে নোয়াখালীর মাইজদী ও বেগমগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেছেন সংগঠনটির কর্মী-সমর্থকরা।
হেফাজতের এই হরতালের বিরুদ্ধে বিক্ষোভ ও মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
মাইজদীর আবদুল মালেক উকিল প্রধান সড়কে রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল বের হয়।
মিছিল নিয়ে সকাল থেকে মাইজদী ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হন দলীয় কার্যালয়ে।
মিছিলটি বের হওয়ার সঙ্গে সঙ্গে শহরের বড় মসজিদ মোড়ে অবস্থান নেয়া হেফাজত কর্মী-সমর্থকরা মসজিদ রোডে চলে যান।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলটি সমাবেশ করে। ছবি: নিউজবাংলা
শহরের বড় মসজিদ মোড় এলাকায় ভোর থেকে জড়ো হয়ে হরতালের সমর্থনে মিছিল করেন হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা।
জেলার বেগমগঞ্জ চৌরাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল করেন সেখানকার হেফাজত অনুসারীরা।