পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
উপজেলার বোয়ালিয়া এলাকায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গলাচিপার বোয়ালিয়া এলাকার সাইমন রহমান ও রায়হান হোসেন। দুইজন পেশায় জেলে ছিলেন।
মোটরসাইকেলে থাকা আহত আসাদুল ইসলামকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার ইসলাম জানান, তিন যুবক শনিবার রাতে বাড়ির পাশের এক ব্যক্তির মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। রাস্তা ফাঁকা পেয়ে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় চালক। তখন গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির।
আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাইমন ও রায়হানকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।