বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন

  •    
  • ২৮ মার্চ, ২০২১ ১১:০১

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ‘কীভাবে আগুন লাগল নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পেট্রল বা অন্য কোনো দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগানোর কোনো আলামত পাওয়া যায়নি।’

রাজশাহী মহানগরীর ট্রাক টার্মিনালে দুটি বিআরটিসি বাস আগুনে পুড়ে গেছে। আগুন লাগার কারণ নিশ্চিত করেনি পুলিশ।

মহানগরীর আমচত্বর এলাকায় ট্রাক টার্মিনালে রোববার সকাল সাড়ে ৬টার দিকে বাস দুটিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, টার্মিনালের ভেতর মেরামতের জন্য বাস দুটি পাশাপাশি রাখা ছিল। এর মধ্যে একটিতে প্রথমে আগুন লাগে। সেই আগুন পাশের বাসটিতে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।

নাশকতামূলক ঘটনা কি না, জানতে চাইলে রউফ বলেন, ‘কীভাবে আগুন লাগল নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পেট্রল বা অন্য কোনো দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগানোর কোনো আলামত পাওয়া যায়নি।’

আগুনে একটি বাস পুরোপুরি ও আরেকটি আংশিক পুড়ে যায়। ছবি: নিউজবাংলা

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, বাস দুটি ট্রাক টার্মিনালের ভেতর ৯ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সকালে ধোঁয়া দেখে টহল পুলিশ সদস্যরা দমকল বিভাগে খবর দেয়। বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। পরে ফায়ার সার্ভিস আসে।

তিনি বলেন, বাসের আশপাশে কাউকে দেখা যায়নি। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো খবর