ঝিনাইদহের শৈলকুপায় দুটি পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার লাঙ্গলবাঁধ বাজার ও কাঁচেরকোল গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার উলুবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম লাল ও মাগুরা সদর উপজেলার ছত্রকান্দি গ্রামের জিল্লুর রহমান।
এদের মধ্যে জিল্লুর রহমান পাবনার সাঁথিয়া উপজেলা ব্র্যাক ব্যাংকের অডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যাংক কর্মকর্তা জিল্লুর রহমান মোটরসাইকেল যোগে নিজের বাড়ি থেকে পাবনার সাঁথিয়ায় যাচ্ছিলেন। পথে কাঁচেরকোল গ্রামে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ৭টার দিকে মারা যান জিল্লুর।
ওসি আরও জানান, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের হাজি মার্কেটের সামনে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারান সাইফুল ইসলাম লাল নামে এক মোটরসাইকেল আরোহী। তিনি বাজারের হাজি মার্কেটের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক এসে ধাক্কা দিলে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান সাইফুল।