নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জে রান্নাঘরের গ্যাসের লাইন থেকে গ্যাস নিয়ে পানির পাইপ পরিষ্কার করার সময় ৫ জন দগ্ধ হয়েছেন।
এরা হলেন সোলাইমান, মহাসিন মিয়া, পাইপমিস্ত্রি মনির হোসেন, নাজিম উদ্দিন ও মো. মাহফুজ।
আহত ব্যক্তিদের রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব নোয়াদ্দা এলাকার সোলাইমান মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক কুমার জানান, সোলাইমান মিয়ার ভাড়াটে লাইন থেকে গ্যাস নিয়ে পানির পাইপ পরিষ্কার করার সময় আগুন লাগে। এ সময় দগ্ধ মাহফুজ নামের আরও এক কিশোরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।