বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাঙ্গায় মাদ্রাসা থেকে মিছিল নিয়ে থানায় হামলা

  •    
  • ২৮ মার্চ, ২০২১ ০০:২৬

আহত হয়েছেন ছয় পুলিশ সদস্য। হামলার সময় ব্যাপকভাবে ভাঙচুর করা হয় থানার প্রধান ফটক ও অফিসকক্ষ। পুলিশ বলছে, হামলাকারীরা হেফাজতে ইসলামের সদস্য।

ফরিদপুরের ভাঙ্গায় থানায় হামলা চালিয়েছে একদল লোক। শনিবার বেলা দুইটার দিকে এই হামলার ঘটনা ঘটনা ঘটে। তাদের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

হামলার সময় ব্যাপকভাবে ভাঙচুর করা হয় থানার প্রধান ফটক ও অফিসকক্ষ। এ সময় পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ ৪৫টি শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ভাঙ্গা থানার আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মো. শহীদুল্লাহ, এসআই আবুল কালাম আজাদ, এএসআই আজিজুল রহমান, কনস্টেবল জয়নাল আবেদিন, কনস্টেবল শাহ জালাল ও কনস্টেবল মতিউর রহমান। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

তিনি বলেন, থানার কাছে জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম ঈদগাহ মাদ্রাসা থেকে একটি মিছিল বের করে দুপুরে থানায় হামলা চালানো হয়। মিছিলকারীরা ওই মাঠ থেকে লাঠি সংগ্রহ করে ভাঙ্গা থানায় হামলা করে। এ সময় হামলাকারীরা থানার দিকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করে।

এ হামলা পরিকল্পিত উল্লেখ করে আলিমুজ্জামান বলেন, ‘আমরা বিগত কয়েক দিনের পরিস্থিতি মাথায় রেখে এখানকার মাদ্রাসাগুলোর সিনিয়র শিক্ষকদের সাথে আগে থেকেই আলোচনা করেছিলাম। কোনো ধরনের ঝামেলা করবেন না তাদের কাছ থেকে এমন প্রতিশ্রুতিও পেয়েছিলাম আমরা। তবু এ হামলা চালানো হলো।’

কারা হামলা চালিয়েছেন জানতে চাইলে আলিমুজ্জামান বলেন, ‘যতদূর জানতে পেরেছি, হেফাজতে ইসলাম ও চরমোনাই পীরের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে।’

এ ঘটনায় পুলিশ মামলা করবে বলে জানান আলিমুজ্জামান।

এ ঘটনার পর ভাঙ্গায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বিজিবি, পুলিশের পাশাপাশি র‍্যাবও মোতায়েন করা হয়েছে।

এর আগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তার এই সফরের বিরোধিতা করে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ করেন কয়েকটি ধর্মভিত্তিক সংগঠনের নেতা-কর্মীরা। এ নিয়ে তাদের সঙ্গে সংঘর্ষ হয় সরকার সমর্থক ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের। একপর্যায়ে পুলিশের সঙ্গেও মোদির সফরবিরোধীদের সংঘর্ষ হয়।

জাতীয় মসজিদের এই ঘটনার জেরে চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও রাজধানীর যাত্রাবাড়ীতে থানা ও রেলস্টেশনসহ সরকারি স্থাপনায় হামলা চালায় হেফাজত সমর্থকরা। এসব ঘটনায় মোট পাঁচজন নিহত হন। এরই ধারাবাহিকতায় শনিবার দিনভর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ও রোববার সারা দেশে হরতাদের ডাক দেয় হেফাজতে ইসলাম।

এরপরই শনিবার দুপুরে ভাঙ্গা থানায় হামলার ঘটনা ঘটল। তা ছাড়া এদিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় আবারো সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিভাগের আরো খবর