সুনামগঞ্জের শাল্লায় হেফাজত নেতা মামুনুল হকের সমর্থকদের হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু গ্রাম নোয়াগাঁও পরিদর্শন করেছে রাজধানীর একটি নাগরিক প্রতিনিধিদল।
শনিবার সকালে গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করে দলটি। একইসঙ্গে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা।
নোয়াগাঁও থেকে ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, বিশ্বাস ও আস্থায় চিড় ধরেছে। নোয়াগাঁও গ্রামে পুনরায় সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে। কৃষকদের বোরো ধান তুলতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গ্রামের শিশু ও নারীদের নিরাপত্তায় বিশেষ নজর দিতে হবে।
এদিন দুপুরে গ্রামের ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারকে কেন্দ্রীয় মহিলা পরিষদের পক্ষ থেকে সহায়তাও দেয়া হয়েছে।
প্রতিনিধিদলে আরও ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা তনিমা সিদ্দিকী, এলআরডির রফিক আহমেদ সিরাজী, আইইডির হরেন্দ্র নাথ সিং, আদিবাসী ফোরামের দীপায়ন খীসা, সম্মিলিত সামাজিক আন্দোলনের পারভেজ, ডেইলি অবজারভার-এর প্রতিবেদক বনানী মল্লিক ও দৈনিক সমকাল-এর প্রতিবেদক জাহিদুর রহমান।