গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাসচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
ঢাকা-খুলনা মহাসড়কের দাশেরহাট এলাকায় শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম। তার বাড়ি মুকসুদপুরের ঘোনাপাড়ায়। তিনি ঢাকায় সিএমএম কোর্টে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় লোকজন জানান, কর্মস্থলে যাওয়ার জন্য সকালে ঘোনাপাড়ার বাড়ি থেকে মোটরসাইকেলে রওনা দেন শফিকুল। দাশেরহাট এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয় চায়না রেল প্রজেক্টের একটি মাইক্রোবাস। গুরুতর আহত অবস্থায় তাকে মুকসুদপুর হাসপাতালে রেখে পালিয়ে যান ওই গাড়ির চালক। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় শফিকুলের।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া নিউজবাংলাকে জানান, মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।