মুন্সিগঞ্জে ট্রাক ও মিশুকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিশুকচালক সামসুল হকের এবং শনিবার সকালে ওই মিশুকের যাত্রী আজিজ বেপারীর মৃত্যু হয়।
নিহত শামসুল হকের বাড়ি সদর উপজেলার পানহাটা এলাকায়। আজিজ বেপারীর বাড়ি একই উপজেলার মালিগাওয়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত আজিজের ছেলে নবীন নিউজবাংলাকে জানান, রাতে বাড়ি ফেরার পথে সিপাহীপাড়ার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে তাদের মিশুকটি আরেকটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে প্রথমে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠান।
মুন্সিগঞ্জে ট্রাকের সঙ্গে মিশুকের সংঘর্ষে নিহত হন দুইজন।
হাতিমারা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির শেখ জানান, ট্রাক ও মিশুকটি জব্দ করা হয়েছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি।
ময়নাতদন্তের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।