বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড

  •    
  • ২৬ মার্চ, ২০২১ ২৩:১১

করোনার সংক্রমণ ও প্রাদুর্ভাবের কারণে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ও সামজিক দূরত্ব বজায় রেখে ফুলবাড়ী আইসিপি সীমান্তের জিরো পয়েন্টে এই প্যারেডের আয়োজন করা হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে শুক্রবার বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

করোনার সংক্রমণ ও প্রাদুর্ভাবের কারণে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ও সামজিক দূরত্ব বজায় রেখে ফুলবাড়ী আইসিপি সীমান্তের জিরো পয়েন্টে এই প্যারেডের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুরের উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কায়সার হাসান মালিক এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় রংপুরের উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কায়সার হাসান মালিক মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা উল্লেখ করে বক্তব্য দেন।

বিজিবি-বিএসএফের স্মারকচিহ্ন বিনিময়

তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠান দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

স্মরণীয় দিনটিকে আরও গৌরবান্বিত করার লক্ষ্যে দুই দেশের বন্ধুত্বের এই নিদর্শন যৌথ রিট্রিট প্যারেডের আয়োজনকে সাধুবাদ জানান বক্তারা।

পরে বিজিবি-বিএসএফের স্মারকচিহ্ন বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।

এ বিভাগের আরো খবর