চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পরে মিরাজুল ইসলাম নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।
সদর উপজেলার মোমিনপুর রেলগেটে শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
মিরাজুল ইসলাম সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
নিহতের বাবা তোতা মিয়া জানিয়েছেন, মানসিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে হাজরাহাটি গ্রামের এক কবিরাজের কাছে গিয়েছিলেন তিনি। বাড়ি ফেরার পথে মোমিনপুর রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছালে ট্রেন আসতে দেখে রেলগেট বন্ধ করে দেয় গেটম্যান। পরে ভ্যান থেকে নেমে গেট পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মিরাজুল।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক নরেশ চন্দ্র নিউজবাংলাকে জানান, খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে পরে মারা যায় মিরাজুল। কোন অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনায় পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।