মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক পান দোকানি আত্মহত্যা করেছেন।
সিলেট-আখাউড়া রেল লাইনের ভানুগাছ স্টেশনের অদূরে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ভানুগাছ স্টেশন মাস্টার কবির আহমেদ নিউজবাংলাকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওই পান দোকানির নাম কাজল কর। বাড়ি কমলগঞ্জ পৌরসভার ধানসিঁড়ি এলাকায়।
প্রত্যক্ষদর্শী রহিম মিয়া বলেন, সকাল থেকে কাজল ট্রেন কখন আসবে জানতে চাচ্ছিলেন। আর ট্রেন লাইনের মধ্যে উঠানামা করছিলেন। একপর্যায়ে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় কাজল নিচে ঝাঁপ দেন।
তিনি আরও বলেন, কাজল কিছুদিন ধরে পারিবারিক অশান্তিতে ছিলেন।
এ ব্যাপারে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন নিউজবাংলাকে জানান, এ বিষয়ে তিনি কোনো খবর পাননি।