নড়াইলের বারইপাড়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি ট্রাক সংযোগ সেতু ভেঙে নদীতে পড়েছে।
শুক্রবার বেলা ২টার দিকে নবগঙ্গা নদীর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। কেউ আহত হয়নি। তবে ঘটনার পর বারইপাড়া-কালিয়া ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল থেকে কালিয়াগামী পাথরবোঝাই ট্রাকটি বেলা ২টার দিকে ফেরিতে ওঠার সময় সংযোগ সেতু ভেঙে নদীতে পড়ে যায়। ওই সময় ফেরিতে কয়েকটি ট্রাক, ইজিবাইক ও হালকা যান পারাপারের অপেক্ষায় ছিল।
স্থানীয় লোকজন জানান, প্রতিদিন এ ফেরিঘাট দিয়ে কয়েক শ ট্রাক, বাস ও হালকা যান পারাপার হয়। ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়বেন এ রুটে যাতায়াতকারীরা।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।
নড়াইল সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৗশলী এ এম আতিকুল্লাহ জানান, দুর্ঘটনায় পন্টুনের কোনো ক্ষতি হয়নি। তবে বেইলি ব্রিজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, ওই স্থানে নতুন সেতু প্রতিস্থাপন করতে হবে। এ জন্য তিন-চার দিন লাগতে পারে। এরপরই ফেরি চলাচল শুরু হবে।