বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্রিন টির প্যাকেটে ক্রিস্টাল ও আইস, গ্রেপ্তার ১

  •    
  • ২৬ মার্চ, ২০২১ ১৮:১০

র‍্যাব জানিয়েছে, গোপন তথ্যে টেকনাফের উত্তর বরইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ২ কোটি টাকা।

কক্সবাজারে ক্রিস্টাল ও আইসসহ মো. হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেকনাফের বরইতলী এলাকার বায়তুল রহমান জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিউজবাংলাকে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী (মিডিয়া)।

গ্রেপ্তার ৪৪ বছর বয়সী মো. হোসেনের বাড়ি টেকনাফের নোয়াখালী পাড়া।

এ বিষয়ে শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যে উত্তর বরইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের গেটের সামনে থেকে হোসেনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দুই কেজি ক্রিস্টাল ও আইস থাকার কথা স্বীকার করেন। পরে তার বাদামী রঙের শপিং ব্যাগে চীনের তৈরি দুটি জলপাই রঙের গ্রিন টির প্যাকেটে বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় দুই কেজি আইস ও ক্রিস্টাল জব্দ করা হয়।

র‍্যাব বলছে, উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ২ কোটি টাকা।

জিজ্ঞাসাবাদে হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার-টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন।

মাদক আইনে মামলার পর হোসেনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ বিভাগের আরো খবর