স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে শুক্রবার কুষ্টিয়া জেলা নির্বাচন কার্যালয় ও মিরপুর উপজেলার ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
স্থানীয় এক সাংবাদিক কার্যালয়ের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে জেলা নির্বাচন কার্যালয়ে দুপুরে পতাকা উত্তোলন করা হয়।
স্থানীয় সাংবাদিক রেজাউল করীম রেজা তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, জেলা সার্ভার স্টেশন ও কুষ্টিয়ার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সকাল সাড়ে ১০টার দিকেও জাতীয় পতাকা উত্তোলন হয়নি।
দুপুর আড়াইটার দিকে তোলা হয় পতাকা
রেজা জানান, তিনি ওই অফিসের সামনে বেলা পৌনে ১১টা পর্যন্ত ছিলেন। এ সময় পর্যন্ত অফিস তালাবদ্ধ ছিল, কাউকে দেখা যায়নি। জাতীয় পতাকা তোলার স্ট্যান্ডও খালি ছিল। বেলা আড়াইটার দিকে নির্বাচন অফিসে গিয়ে পতাকা উড়তে দেখা গেছে। তবে, এই সময়ও অফিস তালাবদ্ধ ছিল।
এ বিষয়ে কুষ্টিয়ার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান পতাকা না তোলার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন।
তিনি বলেন, অফিসে পতাকা তোলা হয়েছে।
এ দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়েও দুপুর পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। খোলা হয়নি বিদ্যালয়ের তালা।
সকাল ৯ টার দিকে বিদ্যালয়ে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিছু ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে আসলেও বিদ্যালয়ের মূল ভবনে তালা দেখে ফিরে যায়। পরে ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন বিশ্বাস নিজ দায়িত্বে জাতীয় পতাকা ও খুঁটি এনে বিদ্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন।