চাঁদপুরে একটি পিকআপ ভ্যানভর্তি জাটকাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার বাগাদী এলাকায় অভিযান চালান। এ সময় (ঢাকা মেট্রো ন ১১- ৫৪০৯) একটি পিকআপ ভ্যানভর্তি জাটকাসহ চার পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- শাহজাহান (২৪), সজিব (২০), রাসেল (২৮) ও পিকআপ ভ্যানচালক রাসেল (৩০)।
পুরান বাজার ফাঁড়ির ইনচার্জ মো.জাহাঙ্গীর আলম জানান, জাটকা পাচারের সংবাদ পেয়ে শুক্রবার ভোরে অভিযান চালানো হয়। অভিযানকালে জাটকাবোঝাই একটি পিকআপসহ চারজনকে আটক করা হয়।
এতে আনুমানিক আড়াই হাজার কেজি জাটকা ছিল। জাটকাগুলো চাঁদপুর সদর উপজেলার হরিনা থেকে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
পরে দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুর রশিদ ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং হতদরিদ্রদের মাঝে জব্দ করা জাটকা বিতরণ করা হয়।