শেরপুরের নালিতাবাড়ীতে সেচ পাম্পের গর্ত থেকে আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার সকালে উপজেলার চেল্লাখালী নদীর বারমারী এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
আব্দুল্লাহ তামীম নালিতাবাড়ীর আন্দারুপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
মফিজ উদ্দিন নিউজবাংলাকে জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে তার ছেলে মাদ্রাসায় পড়তে যায়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় তামীমকে খুঁজতে থাকেন স্বজনরা। একপর্যায়ে চেল্লাখালী তীরে তামীমের পরনের পাজামা পাওয়া গেলে রাতেই স্থানীয়রা নদীতে তার মরদেহ খোঁজাখুঁজি করেন। ব্যর্থ হয়ে ঝিনাইগাতি ফায়ার সার্ভিস স্টেশনে খবর পাঠালে শুক্রবার সকালে জামালপুর থেকে ডুবুরি দল এসে সেচ পাম্পের গর্তে ডুবে থাকা তামীমের মরদেহ উদ্ধার করে।
তিনি ্আরও বলেন, তার ধারণা, তামীম নদীতে গোসল করতে গিয়েছিল। পরে হয়তো অসাবধানতাবশত নদীর তীরে ওই গর্তে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। এ কারণে তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য অনুরোধ করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহাম্মেদ বাদল জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।