কুষ্টিয়ায় কুমারখালীতে দুটি মালবাহী ট্রলির (স্থানীয় ভাষায় লাটাহাম্বা) আগে যাওয়ার প্রতিযোগিতায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
কুমারখালীর আলাউদ্দিননগর নন্দলালপুর সড়কের আব্দুল ওয়াহিদের মুদি দোকানের সামনে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমানের বাড়ি নন্দলালপুরে। তিনি কুষ্টিয়া শহরে একটি এটিএম বুথের সিকিউরিটি গার্ড ছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান নিউজবাংলাকে জানান, রাতের ডিউটি শেষে সকালে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন আনিস। এ সময় দুটি ট্রলির একটির আরেকটিকে ওভারটেকিং এর চেষ্টায় একটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা আনিসকে উদ্ধার করে কুমারখালী উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মজিবুর আরও জানান, ট্রলি দুটি জব্দ করা হয়েছে কিন্তু কাউকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।