মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়াঘাটে ফেরিতে উঠার সময় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়াঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পদ্মা নদীতে পড়ে এর চালক নিহত হয়েছে। আহত হয়েছে ট্রাকটির হেলপার যুবরাজ মাদবর।
নিহত ট্রাকচালকের নাম বিল্লাল হোসেন। তার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর এলাকায়।
শিমুলিয়া তিন নম্বর ফেরিঘাটে বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘাটের মেরিন অফিসার আলী আহমেদ নিউজবাংলাকে বিষয়টি জানিয়েছেন।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, রাত সাড়ে ৩টার দিকে উদ্ধার করা হয় ট্রাকটিকে। এ সময় ট্রাকচালক বিল্লালের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।