চট্টগ্রামের চাঁন্দগাও এলাকায় বিস্ফোরক মজুদ আছে সন্দেহে একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ। কালুরঘাট বেতার কেন্দ্রের বিপরীত পাশের ভবনটিতে শতাধিক মশালের সন্ধান পেলে বৃহস্পতিবার রাত আটটার দিকে ভবনটিতে ঘিরে ফেলে পুলিশ।
চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘ওই ভবন থেকে শতাধিক মশাল উদ্ধার হয়েছে। ভবনটিতে বিস্ফোরক থাকতে পারে বলে আশঙ্কা করছি।
‘এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, আমরা সব বিষয় মাথায় রেখে এগুচ্ছি।’
রাতেই চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আজ সকালে তারা অভিযান শুরু করবে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
সিএমপির উপকমিশনার (উত্তর) বিজয় বসাকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।