বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মালিকের সঙ্গে অপহরণ নাটক

  •    
  • ২৬ মার্চ, ২০২১ ০১:৫২

হোমনা থানার ওসি বলেন, ‘আসামিরা অপহরণ নাটক সাজিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিল। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

কুমিল্লার হোমনায় অপহরণ নাটক সাজিয়ে ওয়ার্কশপ মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা আদায়ের চেষ্টার অভিযোগে তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীটি জানিয়েছে, বৃহস্পতিবার উপজেলার চান্দেরচর ইউনিয়নের বালুয়াকান্দি এলাকা থেকে আটকের পর মালিকের করা প্রতারণা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তাররা হলেন হোমনার মাইজচর গ্রামের সুমন, বালুয়াকান্দি গ্রামের মো. আকাশ মিয়া এবং দেবিদ্বারের বাড়েরা গ্রামের আবু বক্কর।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, হোমনার কাশিপুর বাজারে জসীম উদ্দিনের ওয়ার্কশপে পাঁচ দিন আগে আরও দুই শ্রমিকের সঙ্গে সুমনকে নিয়োগ দেয়া হয়। বুধবার রাত ৮টার দিকে সবাই ওয়ার্কশপ বন্ধ করে বাড়ি চলে যান। রাত সোয়া ১০টার দিকে মালিক জসীম উদ্দিনের মোবাইলে একটি ফোন আসে।

ওয়ার্কশপের মালিক জসীম উদ্দিন বলেন, ‘অজ্ঞাতপরিচয় মোবাইল নম্বর থেকে ফোন করে আমাকে বলে, সুমনকে অপহরণ করা হয়েছে। তাকে ছাড়ানোর জন্য ২০ হাজার টাকা দাবি করে একটি বিকাশ নম্বর দেয়। এ সময় সুমন নিজেও কান্নাকাটি করে টাকা পাঠানোর কথা বলে; না দিলে তাকে মেরে ফেলবে বলে জানায় সে। বিষয়টি নিয়ে ওই দিন রাতে হোমনা থানায় একটি জিডি করি।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, পুলিশ তাদের কথোপকথনের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহার করে অবস্থান নিশ্চিত হয়। বৃহস্পতিবার ভোরে আকাশ মিয়ার বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের নামে প্রতারণা মামলা করেন ওয়ার্কশপ মালিক জসীম উদ্দিন।

ওসি বলেন, ‘আসামিরা অপহরণ নাটক সাজিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিল। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর