দিনাজপুরে সোয়া দুই কোটির বেশি টাকা আত্মসাৎ মামলায় সাবেক জেলা হিসাব রক্ষক সাইফুল ইসলাম মণ্ডলকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের সমন্বিত জেলা দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়। এক পর্যায়ে কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান তাকে গ্রেপ্তার করেন।
পরে বিকেলে দিনাজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আয়েজ উদ্দিন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবু হেনা আশিকুর রহমান জানান, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি দিনাজপুর কোতোয়ালি থানায় সাইফুল ইসলাম মন্ডলসহ আরও কয়েক জনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের মামলা করেন দুদকের অতিরিক্ত পরিচালক আহসানুল হক কবির পলাশ।
সেই মামলায় বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য সাইফুলকে দুদক কার্যালয়ে ডাকা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সাইফুল ইসলাম জেলা হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ সময় তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের সিনিয়র স্টাফ নার্স পদে ভুয়া এমপ্লয়ি আইডি তৈরি করে দুই কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৪২৮ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় চলতি বছরের ৬ ফেব্রুয়ারি দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়।