নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় আমিনুল হক ভুইয়া নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আমিনুল হক ভুইয়া (৫৫) আধুরিয়া এলাকার মিয়া জানের ছেলে। তিনি গোলাকান্দাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, নাতির জন্ম হওয়া উপলক্ষে ভুলতা বাজার থেকে মিষ্টি নিয়ে রিকশাযোগে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন আমিনুল হক ভুইয়া। আধুরিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মাটিবাহী ট্রাক তাকে বহনকারী রিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আমিনুল হক। গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান নিউজবাংলাকে জানান, মাটিবাহী ট্রাকের চাপায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল হকের মৃত্যু হয়েছে। ঘটনার পর পরই ট্রাকসহ চালক পালিয়ে গেছেন। পুলিশ ওই ট্রাক ও চালককে আটক করার চেষ্টা করছে।