স্থানীয় লোকজন জানান, একটি লন্ড্রি থেকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পরে আশপাশের ১২টি দোকানে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
বরগুনায় আগুনে পুড়ে গেছে ১৩টি দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি।
শহরের হাসপাতাল রোডে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে তারা।
ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা
স্থানীয় লোকজন জানান, একটি লন্ড্রি থেকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের ১২টি দোকানে। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের বরগুনা স্টেশনের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ১৩টি দোকান পুড়ে যায়।