নেত্রকোনার দুর্গাপুরে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় মদ জব্দ করেছে।বিজিবি ৩১ নেত্রকোনা ব্যাটালিয়ন দুর্গাপুরের আড়াপাড়া সীমান্ত এলাকায় এই অভিযান চালানোর সময় ১৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করে।
বৃহস্পতিবার দুপুরে বিজিবি ৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক নুরুদ্দীন মাকসুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযান ও মদ জব্দের কথা জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিওপি’র সুবেদার হুমায়ুন কবীরের নেতৃত্বে একটি টহল দলের ছয় সদস্য বুধবার মধ্যরাতে আড়াপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালান।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করে টহল দলটি।
জব্দ করা মদের আনুমানিক মূল্য হবে ২ লাখ ১৬ হাজার টাকা। এ ব্যাপারে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।দুর্গাপুর থানার ওসি শাহ নূর এ আলম সাধারণ ডায়েরি করার কথা নিশ্চিত করেছেন।