বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

  •    
  • ২৫ মার্চ, ২০২১ ১৭:৪৮

ওই কৃষকের মেয়ে জানান, বুধবার বিকেলে তিনি (কৃষক) তার স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি বাজারে সবজি বিক্রি করতে যান। পরে স্ত্রী ও ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়ে তিনি কিশোরগঞ্জ শহরে যান। রাতে তিনি আর বাড়ি ফেরেননি।

কিশোরগঞ্জ সদর উপজেলায় একটি কলাগাছের ঝোপ থেকে মিলন মিয়া নামে এক কৃষক হত্যার ঘটনা ঘটেছে। তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

মিলন মিয়ার বাড়ি উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের চিকনিরচর এলাকার ২ নম্বর ওয়ার্ডে।

মিলনের মেয়ে মরিয়ম আক্তার নিউজবাংলাকে জানান, বুধবার বিকেলে মিলন তার স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি বাজারে সবজি বিক্রি করতে যান। পরে স্ত্রী ও ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়ে তিনি কিশোরগঞ্জ শহরে যান। রাতে তিনি বাড়ি ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজখুঁজি করেও তাকে পাওয়া যায় না। বৃহস্পতিবার সকালে পাশের বাড়ির এক মহিলা হাঁস ছাড়তে গিয়ে এলাকার ফুলতলি বিলের পাড়ে কলাগাছের ঝোপে মিলনের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পরিবারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মরিয়ম আরও জানান, দুই বছর আগে তার চাচাতো ভাই সুমনের সঙ্গে একই এলাকার কাশেম মিয়ার মেয়ে বৃষ্টির বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়াবিবাদ লেগেই ছিল। এ নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার জন্য একাধিকবার সালিশও হয়। মীমাংসা না হওয়ায় দুই পরিবারের মধ্যে কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়। এসব ঘটনায় দুই পক্ষের মধ্যে একাধিক মামলা হয়। এই বিরোধের জেরেই কাশেম ও তার লোকজন তার বাবাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন মরিয়ম।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ময়নাতদন্তের জন্য মিলনের মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যার আসল কারণ জানা যাবে।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।

এ বিভাগের আরো খবর