বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সড়কে ঝরল আটটি প্রাণ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ মার্চ, ২০২১ ১৭:১৫

নিহতদের মধ্যে দুই নারী রয়েছেন। এর মধ্যে ফরিদপুরেই মারা গেছেন দুইজন। জানাজায় যাবার পথে মেহেরপুরে প্রাণ গেছে একজনের।

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ আটজন নিহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুরেই মারা গেছেন দুইজন। মেহেরপুরে এক আত্মীয়র জানাজায় যাবার পথে প্রাণ গেছে একজনের।

ফরিদপুর

ফরিদপুর-বরিশাল মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও ১০ জন।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর এলাকায় বৃহস্পতিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান, বুধবার রাতে যশোর থেকে ছেড়ে আসে বরিশালগামী জিএম পরিবহনের বাস। মাধবপুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরও ১০ জন।

আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরে দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন। ছবি: নিউজবাংলা

নেত্রকোনা

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সদর উপজেলার বাগড়া এলাকায় বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা হয়।

নিহত পুলিশ সদস্য মো. সাইফুল নেত্রকোনা আদালতে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, আদালত থেকে শহরে আসার পথে সাইফুলের বাইকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। মরদেহ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলায় ইটবোঝাই ট্রাক্টরকে ওভার টেক করতে গিয়ে মোটরসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন বাইকের চালক তার ছেলে।

উপজেলার শানঘাট গ্রামে সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ওমর আলী, আহত হন নজরুল ইসলাম। তাদের বাড়ি উপজেলার চিৎলা গ্রামে।

আহত নজরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘বাবাকে নিয়ে আমাদের এক আত্মীয়র জানাজায় যাচ্ছিলাম। শানঘাটে পৌঁছলে একটি ইটভর্তি ট্রাক্টরকে আমি ওভারটেক করতে যাই। এ সময় কাদায় আমার বাইকের চাকা স্লিপ করে।

‘আমি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যাই। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’

হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ওমর আলীকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাজেদুল হক নিউজবাংলাকে জানান, নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুরে দুর্ঘটনায় নিহত হন বৃদ্ধ। ছবি: নিউজবাংলা

মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় এক অটোরিকশার চালক নিহত হয়েছেন।

উপজেলা শহরের চৌমুহনা এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাস উদ্দিনের বাড়ি উপজেলার চাতলগাঁওয়ে।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম ভুঁইয়া জানান, বেলা ১১টার দিকে চৌমুহনা এলাকায় অটোরিকশা ঘুরাচ্ছিলেন চালক নিজাম। এ সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনার সময় অটোরিকশাতে অন্য কেউ ছিল না। তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।

চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলায় কভার্ড ভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন।

উপজেলার গুল আহমেদ জুট মিলের বিপরীত পাশে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

৫০ বছর বয়সী নিহত আবুল হাসেম ভ্যানে করে মাছ বিক্রি করতেন। তার বাড়ি সীতাকুন্ডের মসজিদ্দা এলাকায়।

বারো আওলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নজরুল ইসলাম নিউজবাংলাকে জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকাগামী একটি কভার্ড ভ্যান ওই ভ্যানচালককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। কভার্ড ভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সাভার

ঢাকার ধামরাইয়ে গ্রাম্য মেলায় বেড়াতে গিয়ে মাটিবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন।

উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া এলাকায় বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়নতারার বাড়ি উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামে। তিনি মৃত লুৎফর রহমানের স্ত্রী।

কাওয়ালী পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রাসেল মোল্লা নিউজবাংলাকে জানান, রাতে বাসনা এলাকার বুচাই পাগলা স্মরণে ঐতিহ্যবাহী গ্রাম্য মেলায় গিয়েছিলেন নয়নতারা। বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির মাটিবাহী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ওই নারী।

স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়।

এসআই জানান, নিহতের পরিবারকে জানানো হলেও বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত কেউ তা নিতে আসেননি। নিহতের পরিবারের অভিযোগ পেলে এ ঘটনায় মামলা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ ছাড়া পঞ্চগড়ে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার বিকেলে প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ বিভাগের আরো খবর