সিরাজগঞ্জ বেলকুচিতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বায়নাগাঁতী উত্তর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম বায়নাগাঁতী গ্রামের বাসিন্দা। আহতদের পরিচয় এখনো জানা যায়নি। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গাজী ফজলুল হক ভাষানী নিউজবাংলাকে বলেন, ‘দীর্ঘদিন বায়নাগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল কমিটি নিয়ে গ্রামের রাজ্জাক খান ও হেলাল মন্ডলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধ মীমাংসার জন্য আমরা কয়েকবার চেষ্টা করেছি।’
তিনি জানান, ওই ঘটনার জেরেই সকালে রাজ্জাক খান বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলালের নেতৃত্বে সজীব, সোহাগ, হাসানসহ আরও কয়েকজন হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। খবর পেয়ে রাজ্জাকের লোকজন ঘটনাস্থলে আসলে দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলামসহ চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সাইফুল মারা যান।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পরবর্তী যেকোনো সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাইফুলের মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।