গাজীপুরের শ্রীপুরে মাদকসেবন ও বিক্রিতে বাধা দেয়ায় মারধরের অভিযোগ করেছেন এক যুবক। এ ঘটনায় তার করা মামলায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযোগকারী মো. শাকিলের বাড়ি শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামে। তিনি ৭ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশের সদস্য।
তিনি শ্রীপুর থানায় বুধবার রাতে শাখাওয়াত হোসেন নয়ন ও অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে মামলা করেন। নয়নের বাড়ি শেরপুর জেলার নকল থানার নয়খা গ্রামে।
মামলায় বলা হয়, নয়ন মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মেডিক্যাল মোড় এলাকায় ভাড়া থাকে। সে প্রায়ই লোকজন নিয়ে চন্নাপাড়া এলাকায় ইয়াবা সেবন ও বিক্রি করত। এতে বাধা দিলে নয়নের সঙ্গে শাকিলের কথা-কাটাকাটি হয়। এর জেরে বুধবার রাতে শাকিল বাড়ি থেকে বের হলে নয়ন তার পথরোধ করে মোটরসাইকেলের তালা দিয়ে বেধড়ক পেটায়।
স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে এবং নয়নকে আটক করে পুলিশে দেয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার নিউজবাংলাকে জানান, এ ঘটনায় অভিযুক্ত চারজনকে আটকের পর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শাকিলের অভিযোগটি মামলা হিসেবে নেয়া হয়েছে এবং ওই মামলায় সবাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে।