বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কবুতর ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ যুবক

  •    
  • ২৫ মার্চ, ২০২১ ১৩:২০

জাহাজের পোষা একটি কবুতরের বাচ্চা নদীতে পড়ে গেলে লিমন সেটি তুলতে নদীতে ঝাঁপ দেয়। এ সময় প্রচণ্ড স্রোতে সে ভেসে যায়।

বাগেরহাটের ভৈরব নদে এমভি প্রগতি গ্রিনলাইন-১ নামের (লাইটার) একটি জাহাজ থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।

জেলা শহরের মুনিগঞ্জে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

রাকিবুল ইসলাম লিমন নামের নিখোঁজ ওই যুবকের বাড়ি মাগুরার লক্ষ্মীপুর গ্রামে। তিনি ওই জাহাজের লস্কর হিসেবে কর্মরত ছিলেন।

জাহাজের সুকানি মো. শিমুল জানান, জাহাজের পোষা একটি কবুতরের বাচ্চা নদীতে পড়ে গেলে লিমন সেটি তুলতে নদীতে ঝাঁপ দেন। এ সময় প্রচণ্ড স্রোতে তিনি ভেসে যান। স্থানীয় ট্রলারের মাধ্যমে উদ্ধারের চেষ্টা করলেও লিমনের কাছে পৌঁছানোর আগে তিনি ডুবে যান।

১৬ মার্চ চট্টগ্রাম বন্দর থেকে রওনা দিয়ে গমবাহী জাহাজটি ১৯ মার্চ বাগেরহাটে এসে পৌঁছায়। এখানে গম খালাসের পর জাহাজটির ফিরে যাওয়ার কথা ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের দুইটি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, ‘কবুতর তুলতে নেমে লিমন নদীতে নিখোঁজ হন। আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। দেখা যাক কী হয়।’

এ বিভাগের আরো খবর