বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তর্কের জেরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

  •    
  • ২৫ মার্চ, ২০২১ ০৮:৪৫

কিশোরগঞ্জের এসপি মাশরুকুর জানান, রা‌তে কোনো এক‌টি বিষয় নি‌য়ে এলাকার বাসু নামের এক ব্যক্তির সঙ্গে তর্ক হয় রিপনের। ধারণা করা হচ্ছে এর জেরে বাসুই রিপনকে ছুরিকাঘাত করে।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। উপজেলা সদর ইউনিয়নে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম রিপন মিয়া। তার বাড়ি সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলমদিঘীর পাড় এলাকায়।

জেলা পু‌লিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খা‌লেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

স্বজনদের অভিযোগ, তাকে খুন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের বাসু সরকার।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, এ ঘটনায় পুলিশ বাসুসহ তিনজনকে আটক করেছে।

রিপনের মাছের ব্যবসা ছিল বলে জানান তার চাচাতো ভাই মো. রফিক।

নিউজবাংলাকে তিনি বলেন, ব্যবসার কাজে রিপন ফেনীতে থাকতেন। দুই দিন আগে বাড়িতে আসেন বেড়াতে। বুধবার সন্ধ্যার পর পাড়ায় ঘুরতে বের হন তিনি। রাস্তায় হাঁটার সময় এলাকার বাসু সরকারের গায়ে তার হাত লাগে। এ নিয়ে বাসু রিপনের সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে রিপনকে ছুরিকাঘাত করে তিনি পালিয়ে যান।

স্থানীয় লোকজন রিপনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসপি মাশরুকুর জানান, রা‌তে কোনো এক‌টি বিষয় নি‌য়ে বাসুর সঙ্গে তর্ক হয় রিপনের। ধারণা করা হচ্ছে এর জেরে বাসুই রিপনকে ছুরিকাঘাত করে।

তিনি জানান, রিপনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর