বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শিমলা বাজারে পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো হয়েছে।
মঙ্গলবার মধ্যরাত থেকে ওই বাজার এলাকা বিভিন্ন দোকানে ও দেয়ালে দেয়ালে এসব পোস্টার সাঁটানো হয় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
পোস্টারে উল্লেখ করা হয়েছে, ‘হাসিনার ফ্যাসিবাদী সরকারের মদতদাতা ও ভারতের সংখ্যালঘু নিপীড়িত জাতি জনগণের প্রধান শত্রু, ফ্যাসিস্ট উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি ২৬ মার্চ বাংলাদেশে আসবে এর বিরুদ্ধে সশস্ত্র গণপ্রতিরোধ গড়ে তুলুন!
পোস্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে উল্লেখ করা হয়েছে, ‘শেখ মুজিবের জন্মশতবর্ষ ও তথাকথিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গণবিরোধী কর্মসূচি প্রত্যাখ্যান করুন, প্রতিহত করুন!’
মাওবাদী বিপ্লবীদের নেতৃত্বে ’৭১ সালের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে, মাওবাদী গণযুদ্ধ ও পূর্ব বাংলার সর্বহারা পার্টি প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী পালন করার আহ্বানও জাননো হয় পোস্টারে।
মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী উগ্র বাঙালি জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতা চলছে অভিযোগ করে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানানো হয়েছে পোস্টারে।
শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত, আদিবাসীসহ সব নিপীড়িত জনগণের প্রকৃত মুক্তির লক্ষ্যে মাওবাদী গণযুদ্ধ গড়ে তুলে, ‘নয়াগণতান্ত্রিক বিপ্লব’ সফল করার আহ্বানও আছে পোস্টারে।
এতে আরও বলা হয়, ‘গ্রামে গ্রামে গোপন গেরিলা স্কোয়াড গড়ে তুলুন, পূর্ব বাংলার সর্বহারা পার্টির গণমুক্তি বাহিনীতে যোগ দিন।’
পোস্টারের নিচে পূর্ব বাংলার সর্বহারা পার্টি, উত্তরাঞ্চল শাখা, মার্চ/২০২১ লেখা রয়েছে। শিরোনাম দেয়া হয়েছে, ‘দুনিয়ার সর্বহারা ও নিপীড়িত জাতি জনগণ এক হও!’
বিষয়টি নিয়ে শিমলা বাজারের দুইজন নৈশপ্রহরী চান মিয়া ও ওসমান আলী সঙ্গে কথা হয়।
চান মিয়া বলেন, ‘মধ্যরাতে মুখোশ পরিহিত ৫ থেকে ৬ জন লোক বাজারে আসে। তারা নিজেদের সর্বহারা পরিচয় দিয়ে আমাদের চুপ করে বসে থাকতে বলে। পরে দোকানে ও দেয়ালে দেয়ালে তারা পোস্টার লাগায়।’