বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরগুনায় নির্বাচনি সংঘর্ষ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  •    
  • ২৫ মার্চ, ২০২১ ০১:১০

বুধবার দুপুর ১টার দিকে বরগুনা সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের প্রার্থী মজিবুল হক কিসলু। একই সময় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সংঘর্ষ-দোকান ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এম মজিবুল হক কিসলু এবং স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন।

বুধবার দুপুর ১টার দিকে বরগুনা সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের প্রার্থী মজিবুল হক কিসলু। একই সময় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

লিখিত বক্তব্যে মজিবুল হক অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘বিদ্রোহী’ প্রার্থী মোশাররফ হোসেন তার বাহিনী নিয়ে ইউনিয়নের আদম বাজার, রামরা ও সোনার বাংলা এলাকায় অতর্কিত হামলা চালান। এতে বীর মুক্তিযোদ্ধাসহ ৮-৯ জন আহত হন। এ ছাড়া আদমবাজারে নৌকার সমর্থক কনু ও মনিরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে লক্ষাধিক টাকা এবং মালপত্র লুটপাট করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, মোশাররফ সমর্থকরা তাকে হত্যা করতে চান। মোশাররফের বড় ভাই সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের মদদে এ হামলা চালানো হয়।

মজিবুলের দাবি, মোশাররফ ও দেলোয়ার ২০ বছর ধরে নৌকার বিপক্ষে বিদ্রোহ করে আসছেন। দেলোয়ার দুইবার বরগুনা-১ আসন থেকে নৌকার বিরুদ্ধে বিদ্রোহ করে নির্বাচনে পরাজিত হয়েছেন।

পাল্টা সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মোশাররফ অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী মজিবুল হক সশস্ত্র সমর্থকদের নিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে আদম বাজার, রামরা বাজার ও সোনারবাংলা বাজারে তার সমর্থকদের ওপর হামলা চালান। ৩০-৩৫টি মোটরসাইকেল নিয়ে চালানো এ হামলার সময় তিনটি বাজারে অর্ধশত দোকানপাটের মালপত্র লুট করা হয়। তার সমর্থকদের মারধরও করা করে।

তার দাবি, হামলায় দেলোয়ার হোসেন নামে এক চা দোকানি গুরুতর আহত হয়েছেন। তাকে বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আব্দুল মান্নান, মমতাজ বেগম, আলতাফসহ কয়েকজন মারধরের শিকার হন।

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টার পর্যন্ত আয়লা পাতাকাটা ইউনিয়নের বেশ কিছু স্থানে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। মারধরের শিকার হন কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকার প্রার্থী মজিবুল হক কিসলু ও বর্তমান চেয়ারম্যান আশশাকুর খন্দকার ফিরোজ সমর্থকদের নিয়ে আদম বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী মোশাররফের সমর্থক দেলোয়ার ও মন্নানকে মারধর করেন। তাদের দোকানও ভাঙচুর করা হয়। পরে তারা রামরা বাজার ও সোনার বাংলা এলাকায় গিয়ে মোশাররফের সমর্থকদের মারধর করেন।

এ খবর ছড়িয়ে পড়লে স্বতন্ত্র প্রার্থী মোশাররফের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে নৌকার প্রার্থী ও সমর্থকদের ধাওয়া দেন। একপর্যায়ে তারা আদমবাজার এলাকায় নৌকার সমর্থকদের মারধর এবং প্রচার কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় বুধবার পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর