আইন অমান্য করে অনুমোদনহীন ওষুধ, ইনসুলিন, ক্রিম, টেস্টি স্যালাইন মজুদ রাখার অপরাধে হবিগঞ্জে তিন ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই হবিগঞ্জের কয়েকটি ফার্মেসিতে আইন অমান্য করে অনুমোদনহীনভাবে ওষুধ, ইনসুলিন, ক্রিম, টেস্টিস্যালাইন মজুদ রাখার অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিকেলে শহরের বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান চালানো হয়।
এ সময় মোদক ফার্মেসিকে ৫০ হাজার টাকা, ওরিয়েন্টাল মেডিকোকে ৩০ হাজার টাকা ও উদয় ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় এ ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ফার্মেসি ব্যবসায়িদের কঠোর নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।