স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলপনায় রঙিন হয়ে উঠছে রংপুর শহরের বিভিন্ন সড়ক।
জেলার শতাধিক চারুশিল্পী ও স্বেচ্ছাসেবী বুধবার বিকেল ৩টার দিকে আলপনা আঁকা শুরু করেন, যতক্ষণ লাগবে ততক্ষণ আঁকবেন তারা।
রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রংপুরকে সাজাতে এ আয়োজন করা হয়েছে। নগরীর বঙ্গবন্ধু সড়ক, কালেক্টরেট সুরভি উদ্যান সড়ক, টাউন হল চত্বর সড়ক এবং স্টেডিয়াম সড়কে একযোগে আলপনা আঁকা শুরু হয়। প্রতি সড়কে ১২০ ফুট দৈর্ঘে্যর এবং ১৫ ফুট প্রস্থের আলপনা আঁকা হচ্ছে।
তিনি আরও জানান, রাতে আলপনা আঁকতে যেন সমস্যা না হয় সেজন্য আলাদা আলোর ব্যবস্থা করা হয়েছে। মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন শিল্পীরা।
আলপনা আঁকার কাজ পরিচালনা করছে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর দেম’।
সংগঠনটির প্রতিষ্ঠাতা জীবন ঘোষ বলেন, ‘আলপনার জন্য নির্বাচিত চারটি সড়কের সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িত। আলপনার রঙে মুক্তিযুদ্ধের আবেগ, স্মৃতি ও শোককে ফুটিয়ে তুলতে চাই। নতুন প্রজন্মের কাছে আমাদের নিজস্বতার গল্প জানাতে চাই।’
আলপনা আঁকা শুরু হওয়ার পর থেকেই শহরের বিভিন্ন সড়কে ভিড় করছেন বাসিন্দারা। শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
ফারহানা ইয়াসমিন নামে এক দর্শনার্থী বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ দেখিনি। ইতিহাস থেকে জেনেছি। আমার সন্তানকে নিয়ে এসেছি, যাতে সে মুক্তিযুদ্ধকে জানে। আমার মনে হয়, এই আলপনার মাধ্যমে সে নতুন কিছু জানবে।’
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচি নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে আলপনা আঁকা হচ্ছে।