কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে চালককে কুপিয়ে আহত করার অপরাধে দুজনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ বিশেষ আদালতের বিচারক শেখ তারেক এজাজ এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম গালিব নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আসামিরা হলেন উপজেলার আইলচারা গ্রামের মো. রফিক ও শালদহ এলাকার মো. নাহিদ। এর মধ্যে রফিককে সাত বছর ও নাহিদকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাদের ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে তাদের বিরুদ্ধে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
এজাহারে উল্লেখ করা হয়, ৩১ মার্চ ২০০৯ উপজেলার পোড়াদহ বাজারের প্রসাধন ব্যবসায়ী শাহীন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। উপজেলার চিথলিয়া কাঁঠালতলায় পৌঁছালে রফিক ও নাহিদ তার পথ আটকান। সেই সময় শাহীনের মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টায় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।
শাহীনের অবস্থা আশঙ্কাজনক হয়ে গেলে আসামিরা মোটরসাইকেল না নিয়েই পালিয়ে যান। পরে এ ঘটনায় শাহীনের বাবা শাহাজুদ্দিন মিরপুর থানায় মামলা করেন।