চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আলোচিত নেচার আহমেদ তোতা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃত্যুদণ্ড পাওয়া নুরুল ইসলামের বাড়ি ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায়।
বুধবার বিকেলে ফটিকছড়ি থানার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
ওসি জানান, বিকেলে নিজ বাড়ি থেকে মৃত্যুদণ্ড পাওয়া আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে নেয়া হবে।
গত ৮ মার্চ আলোচিত এই মামলায় ৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা আকতার। দণ্ডপ্রাপ্তদের মধ্যে শাহিন নামের এক ব্যক্তি কারাগারে আছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত লেডা নাছির, বাবুল, যোবায়ের, দিদার, আবু বক্কর, জংগু ও ইসমাইল পলাতক।
২০০৩ সালের ১ নভেম্বর পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয় বিদেশফেরত নেচার আহমেদ তোতাকে। ঘটনার পরদিন তার স্ত্রী মোর্শেদা আক্তার ফটিকছড়ি থানায় আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। পরবর্তীতে ঘটনার তদন্ত করে ২০০৪ সালের ১৪ মে ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়। বিচার চলাকালীন নাছির নামের এক আসামি মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।