সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিওবার্তা দিয়ে লক্ষ্মীপুর জজ আদালত ভবনের পঞ্চম তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন রাকিব হোসেন রোমান নামের এক যুবক।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আদালত চত্বরে মানুষের ভিড় জমে যায়।
রাকিবের বাড়ি লক্ষ্মীপুর পৌর শহরের মজুপুর এলাকায়। তিনি তার বাবা ও বড় ভাই মো. সোহেলের দোকানের সহযোগী ছিলেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের আদালত পরিদর্শক কিশোর কুমার জানান, লক্ষ্মীপুর জজ কোর্ট চত্বরে হঠাৎ একটি শব্দ শুনতে পান আশপাশের লোকজন। এ সময় দেখতে পান একজন যুবক মাটিতে পড়ে আছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাকিবের বড় ভাই সোহেল সাংবাদিকদের জানান, সকালে রাকিবকে পারিবারিক বিষয় নিয়ে বকাঝকা করা হয়। পরে সে দোকান থেকে কিছু না বলে বের হয়ে আসে। এরপরই তিনি রাকিবের মৃত্যুর খবর পান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, ঘটনার প্রায় ৩০ মিনিট আগে নিজের ফেসবুক আইডি থেকে ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিওবার্তা দেন রাকিব। ভিডিওতে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন উল্লেখ করে অনেক ভুল করেছেন জানিয়ে মা-বাবার কাছে ক্ষমা চান তিনি। তার ব্যাংক অ্যাকাউন্টে ৭৫ হাজার টাকা আছে বলে তিনি উল্লেখ করেন এবং এটিএম কার্ডের পিন কোড নম্বর জানিয়ে রাখেন। ভিডিওবার্তায় রাকিব সুমাইয়া নামের একটি মেয়েকে বিয়ে করার কথা জানান।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
ময়নাতদন্ত না করার আবেদন করায় রাকিবের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।