২০১৫ সালের ৯ জানুয়ারি পারিবারিক বিরোধের জেরে গুলজার হোসেনকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন সেন্টু ইসলাম। পুলিশ এ ঘটনার পরপরই সেন্টুকে বাড়ি থেকে আটক করে।
নাটোরের বাগাতিপাড়ায় বাবা হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার বুধবার দুপুরে এই রায় দেন।
দণ্ডিত সেন্টু ইসলামের বাড়ি বাগাতিপাড়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি জানিয়েছেন।
২০১৫ সালের ৯ জানুয়ারি পারিবারিক বিরোধের জেরে গুলজার হোসেনকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন সেন্টু ইসলাম। পুলিশ এ ঘটনার পরপরই সেন্টুকে বাড়ি থেকে আটক করে।
পরদিন গুলজারের স্ত্রী ও সেন্টুর সৎ মা নুরুন নাহার মামলা করেন। মামলায় সেন্টুকে গ্রেপ্তার দেখানো হয়।
ছয় বছর ধরে বিচারিক কাজ চলার পর আদালত এই আদেশ দেয়।