ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা লরিতে ট্রাকের ধাক্কায় ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন।
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম মাহবুবুল আলম। তিনি নওগাঁ সদর থানার বাসিন্দা ছিলেন। আর তার সহকারী মো. হাবীবের বাড়ি শান্তাহাট থানার বানগাঁও গ্রামে।
বারো আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন নিউজবাংলাকে বলেন, বুধবার ভোরে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় চট্টগ্রামমুখী চালবোঝাই ট্রাকটি ইউটার্ন নেয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও তার সহকারী নিহত হন। পুলিশের ধারণা, এ সময় লরিতে কেউ ছিল না।
এসআই আরও জানান, ট্রাক ও লরি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে বারো আউলিয়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যরা চট্টগ্রাম পৌঁছালে মরদেহ হস্তান্তর করা হবে।