যশোর-নড়াইল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নড়াইল সদর উপজেলার তুলারামপুর সেতুর স্লাব ভেঙে যাওয়ায় ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পাথরবোঝাই ১০ চাকার একটি ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় স্লাবটি ভেঙে যায়। এরপরই যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
স্থানীয় লোকজন জানান, নড়াইল থেকে ঢাকার দূরত্ব কম হওয়ায় এ সড়ক দিয়ে প্রতিদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক হাজার ভারী ও হালকা যান চলাচল করে। মঙ্গলবার স্লাব ভেঙে যাওয়ার পর সেতুর দুই পাশে কয়েক শ বাস-ট্রাক আটকা পড়ে। এতে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা চরম ভোগান্তির শিকার হন। পরে তারা অন্য পথে গন্তব্যে যান।
নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৗশলী মো. আশরাফুজ্জামান জানান, সেতুর মাঝের স্লাব ভেঙে গেছে। প্রাথমিকভাবে স্টিলের পাত ব্যবহার করে যান চালুর ব্যবস্থা করা হবে। তবে তা সংগ্রহ করতে ২-৩ দিন লাগতে পারে।
তিনি বলেন, আপাতত এ সেতুর ওপর দিয়ে কোনো ভারী যান চলাচল করবে না। তবে হালকা যান চলতে পারে।
আশরাফুজ্জামান জানান, পুরনো সেতুটির পাশে একটি নতুন সেতুর কাজ প্রায় শেষ দিকে। এটি ২-৩ মাসের মধ্যে চালু হলে সব সমস্যা দূর হবে।