মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় কমলগঞ্জের দেওরাছড়া চা বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে ওই তিনজনসহ ছয়জনের নামে মামলাটি করেন কিশোরীর বাবা।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন নিউজবাংলাকে জানান, ওই কিশোরীর সঙ্গে দেওরাছড়া চা বাগান এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। রোববার প্রেমিকের সঙ্গে দেখা করতে যায় সে। পরে বন্ধুদের সঙ্গে মিলে কিশোরীকে ধর্ষণ করেন ওই যুবক।
তিনি আরও জানান, এ ঘটনায় ছয়জনের নামে মঙ্গলবার দুপুরে থানায় মামলা করেন কিশোরীর বাবা। পরে অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।