চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পোশাক শ্রমিক ইসলাম শরীফ খুনের ঘটনায় দুই ব্যক্তিকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম হোসাইন মোহাম্মদ রেজার আদালত তাদের দুই দিনের রিমান্ডের আদেশ দেয়।
ওই দুইজন হলেন নগরীর বাঁশখালীর প্রেমাসিয়ার মো. এহসান এবং পতেঙ্গার খেঁজুরতলার বেলাল হোসেন।
সোমবার ইসলামের বড় ভাই রকিবুল ইসলাম পতেঙ্গা থানায় মামলা করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ।
তিনি নিউজবাংলাকে বলেন, সকালে নগরীর চান্দঁগাও এলাকা থেকে এহসানকে গ্রেপ্তার করা হয়।
তার দেয়া তথ্যে দুপুরে পতেঙ্গা এলাকা থেকে বেলালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেয়া তথ্য অনুযায়ী, হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।
রোববার বিকেল ৫টার দিকে নগরীর পতেঙ্গার র্যাব-৭-এর গলিতে শরীফের পেটে ছুরিকাঘাত করা হয়।
সোমবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
শরীফের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া গ্রামে। তিনি চট্টগ্রাম ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
- আরও পড়ুন: ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন