মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চা বাগানে গরু চড়ানোকে কেন্দ্র করে দায়ের কোপে মনা পাশী নামের এক চা শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানের ৩ নম্বর সেকশনে ঘটনাটি ঘটে।
মনা পাশীর বাড়ি সাগরনালা চা বাগানের বর লাইনে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী নিউজবাংলাকে বলেন, মনা পাশী বিকেলে গরু চড়াতে নিয়ে যান। সেকশনের ভেতরে গরু চড়ানো নিষেধ বলে জানান ওই চা বাগানের পাহারাদার এবং ১ নম্বর নতুনটিলা এলাকার অমরজিৎ পাইনকা। অমরজিৎ গরু রাখাল মনাকে বাধা দেন এবং গালাগালি করেন। একপর্যায়ে দুজনের কথা কাটাকাটি হয়। পরে অমরজিত হাতে থাকা ধারালো দা দিয়ে গলা, ঘাড়ে কয়েকটি কোপ দিলে ঘটনাস্থলেই মনা মারা যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্ত অমরজিৎকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত মনা পাশার মরদেহ থানায় পৌঁছায়নি।