বগুড়ার কাহালু উপজেলায় শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে হত্যা ও লাশ গুমের মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ইসরাত জাহান এ রায় ঘোষণা করেন। বগুড়ার কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জি নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন আবু বক্কর সিদ্দিক, বক্কর সরকার, আব্দুর রাজ্জাক, সাজ্জাদ হোসেন, আতিকুর রহমান আতিক ও আব্দুল হাই দুলাল। তাদের মধ্যে আতিক ও আব্দুল হাই পলাতক।
ব্যবসায়ী শহিদুল কাহালু উপজেলার লোহাজাল গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বগুড়া শহরের খাতা-কলমের ব্যবসা করতেন। ২০০৯ সালের ২ মার্চ রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। পরে ৪ মার্চ দুপুরে উপজেলার একটি পুকুর থেকে জেলেরা তার মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় কাহালু থানায় হত্যা মামলা করা হয়।
মামলার তদন্ত শেষে কাহালু থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ইলিয়াস ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।