হবিগঞ্জের নবীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্ট দেয়ায় এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে তাকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সকালে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুচরিত কুমার চন্দ্র পণ্ডিত মামলা করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার কিশোর স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, ওই কিশোর তার ফেসবুক আইডিতে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন কটুবাক্য লেখে। এতে ইসলাম ধর্মের অবমাননা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে নবীগঞ্জ থানা পুলিশের নজরে এলে তাকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, ‘ওই কিশোরের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে স্কুলের কোনো হস্তক্ষেপ নেই।’